আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের প্রস্তুতি জোরদার করতে ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটের এই মেগা টুর্নামেন্ট সামনে রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই ঘোষণা দেয়।
আফগান বোর্ডের বিবৃতি
বুধবার এক প্রতিবেদনে ক্রিকবাজ জানিয়েছে, ইউনিসের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন এসিবির মুখপাত্র নাসিম সাদাত। তিনি বলেন, ‘২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে এসিবি। টুর্নামেন্ট শুরুর আগে তিনি আফগান দলের সঙ্গে যোগ দেবেন।’
ইউনিস এর আগে আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। তার সঙ্গে দলের ব্যাটসম্যানরা ইতোমধ্যে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।
কোচিং অভিজ্ঞতা ও খেলোয়াড়ি ক্যারিয়ার
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে সক্রিয় ইউনিস খান বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি পিএসএলে পেশাওয়ার জালমি এবং আবুধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচ ছিলেন।
খেলোয়াড়ি ক্যারিয়ারে ইউনিস পাকিস্তানের হয়ে ১১৮টি টেস্টে ১০,৯৯৯ রান এবং ২৬৫টি ওয়ানডেতে ৭,২৪৯ রান করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দেওয়ার কীর্তিও রয়েছে তার ঝুলিতে। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরই তিনি কোচিংয়ে মনোনিবেশ করেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন ও আফগানিস্তানের প্রস্তুতি
পাকিস্তানের মাটিতে আয়োজিত ৮ দলের এই টুর্নামেন্ট চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু দুবাইতে অনুষ্ঠিত হবে। ইউনিসের মতো অভিজ্ঞ মেন্টরের যুক্ত হওয়া আফগান দলের শক্তি বাড়াবে বলে আশা করছে এসিবি।