চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম ইকবাল ফিরবেন কি না, সেই প্রশ্নের উত্তর মিলতে পারে আজ। সিলেটে তামিমের সঙ্গে আলোচনায় বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক ও কর্মকর্তারা।
আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল জমা দিতে হবে। সে কারণে তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চান নির্বাচকরা। গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিমকে ফেরানোর উদ্যোগ চলছে পুরোদমে।
তামিমের সঙ্গে সিলেটে বৈঠক
বর্তমানে বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়কত্ব করছেন তামিম ইকবাল। সিলেটে অবস্থানরত এই ড্যাশিং ওপেনারের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।
সাকিবকেও দলে চায় নির্বাচক কমিটি
অন্যদিকে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য অলরাউন্ডার সাকিব আল হাসানকেও দলে চান গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তবে তাকে অন্তর্ভুক্ত করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিসিবির নির্দেশনার অপেক্ষায় রয়েছে তারা।
চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় মঞ্চে অভিজ্ঞ খেলোয়াড়দের ফেরানোর এই উদ্যোগ বাংলাদেশ দলের জন্য বড় প্রভাব ফেলতে পারে। এখন সবার নজর নির্বাচকদের বৈঠক ও তামিম ইকবালের সিদ্ধান্তের দিকে।