ইংল্যান্ড থেকে জেসন রয়কে উড়িয়ে আনা এবং একাদশে ছয়টি পরিবর্তন করেও ঢাকার ব্যর্থতা কাটেনি। রংপুর রাইডার্সের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে চলতি বিপিএলে টানা চতুর্থ ম্যাচে হারল ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে টানা পাঁচ ম্যাচ জিতে এখনো অপরাজিত রইল রংপুর।

ঢাকার ব্যাটিং ব্যর্থতা
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ঢাকা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি মাত্র ১১১ রানে অলআউট হয়। দলের সর্বোচ্চ ২০ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। জেসন রয় ১২ বলে ১৮ রান করে শেখ মেহেদীর লেংথ ডেলিভারিতে বোল্ড হন। শেষদিকে আলাউদ্দিন বাবু ১৬ বলে ১৬ রান করেন।

অধিনায়ক থিসারা পেরেরা প্রথম বলেই গোল্ডেন ডাক মারেন। সাব্বির রহমানও সুবিধা করতে পারেননি, দুই রানে বিদায় নেন। ঢাকার ব্যাটিং অর্ডারে কেউই রংপুরের বোলারদের বিপক্ষে দাঁড়াতে পারেননি।

রংপুরের হয়ে নাহিদ রানা দারুণ বোলিং করে ২১ রান খরচায় ৩ উইকেট নেন। আকিফ জাভেদ ও খুশদিল শাহ ২টি করে উইকেট তুলে নেন। শেখ মেহেদী, ইফতিখার আহমেদ এবং কামরুল ইসলাম রাব্বি নেন একটি করে উইকেট।

হেলসের ঝড়ো ইনিংস, রংপুরের সহজ জয়
লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে। ওপেনার অ্যালেক্স হেলস ২৭ বলে ৪৪ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। তবে দলের রান বাড়াতে গিয়ে মোসাদ্দেক হোসেনের বলে ডিপে ক্যাচ দিয়ে ফেরেন হেলস।

অন্যপ্রান্তে আজিজুল হাকিম তামিম ১৪ বলে ৫ রান করে মুস্তাফিজের বলে বিদায় নেন। সাইফ হাসান ১৫ বলে ১৩ রান করে আলাউদ্দিন বাবুর বলে আউট হন।

এরপর ইফতিখার আহমেদ (১২ বলে ৯) ও খুশদিল শাহ (১৩ বলে অপরাজিত ২৭) দায়িত্ব নিয়ে খেলে ১৩.২ ওভারে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস: ১১১/১০ (১৬.৩ ওভার)

তানজিদ হাসান তামিম: ২০ (১৬)
জেসন রয়: ১৮ (১২)
আলাউদ্দিন বাবু: ১৬ (১৬)
নাহিদ রানা: ৩/২১
আকিফ জাভেদ: ২/১৩
রংপুর রাইডার্স: ১১৩/৩ (১৩.২ ওভার)

অ্যালেক্স হেলস: ৪৪ (২৭)
খুশদিল শাহ: ২৭* (১৩)
ইফতিখার আহমেদ: ৯* (১২)
মোসাদ্দেক হোসেন: ১/১৩
টানা চতুর্থ পরাজয়ে বিপিএলে ঢাকার অবস্থা আরও নাজুক হলো। অন্যদিকে, রংপুর নিজেদের দাপুটে পারফরম্যান্সে অপরাজিত থেকে শীর্ষে অবস্থান ধরে রাখল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts