সিডনি টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষ হতে না হতেই নিয়ন্ত্রণ নিয়েছে অস্ট্রেলিয়া। দুই দলের প্রথম ইনিংসেই লো-স্কোরিং পারফরম্যান্সের পর দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে দিয়েছেন অজি পেসার স্কট বোল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ৬ উইকেটে ১৪১ রান তুলেছে, তাদের লিড মাত্র ১৪৫।

প্রথম ইনিংসের লড়াই
দিনের শুরুতে অস্ট্রেলিয়ার ইনিংস চালান লাবুশানে এবং ওপেনার কনস্টাস। কিন্তু সিরাজের বলে ব্যক্তিগত ২৩ রানে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কনস্টাস। লাবুশানেও ব্যর্থ—মাত্র ২ রানে বুমরাহর বলে বিদায় নেন।

অস্ট্রেলিয়ার ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন অভিষিক্ত ওয়েবস্টার, যিনি ৫৭ রান করেন। স্টিভেন স্মিথ (৩৩) এবং অ্যালেক্স ক্যারি (২১) কিছুটা প্রতিরোধ গড়লেও দলীয় ১৮১ রানেই থামে তাদের ইনিংস।

ভারতের পক্ষে সিরাজ এবং কৃষ্ণা ৩টি করে উইকেট নেন। বুমরাহ ও নিতিশ রেড্ডি নেন ২টি করে উইকেট। ফলে প্রথম ইনিংসে ভারত মাত্র ৪ রানের লিড পায়।

দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিং বিপর্যয়
দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেছিল ভারত। জয়সওয়াল ও রাহুল উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন। তবে এরপরই বোল্যান্ডের তাণ্ডবে ভেঙে পড়ে ভারতীয় শিবির। মাত্র ৫ রানের ব্যবধানে দুজনই আউট হন। জয়সওয়াল ২২ এবং রাহুল ১৩ রান করেন।

এরপর ব্যর্থ হন বিরাট কোহলি। স্মিথের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৬ রানে বিদায় নেন ‘কিং কোহলি’। এটি ছিল বোল্যান্ডের টানা তৃতীয় আঘাত। শুভমান গিলও ১৩ রান করে ওয়েবস্টারের শিকারে পরিণত হন।

একপ্রান্তে ঋষভ পান্ত ‘বাজবল’ স্টাইলে ব্যাটিং করে ৩৩ বলে ৬১ রান করেন, কিন্তু কামিন্সের বলে আউট হলে চাপে পড়ে ভারত। দিন শেষে রবি জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর অপরাজিত আছেন।

দ্বিতীয় দিনের শেষ পরিস্থিতি
ভারত: ৬ উইকেটে ১৪১ রান
লিড: ১৪৫ রান
অপরাজিত ব্যাটার: রবি জাদেজা (২০*), ওয়াশিংটন সুন্দর (৮*)
অস্ট্রেলিয়ার বোলিং:
স্কট বোল্যান্ড: ৪ উইকেট
ওয়েবস্টার: ১ উইকেট
প্যাট কামিন্স: ১ উইকেট
দ্বিতীয় দিনের পর, ভারতীয় শিবিরের প্রধান লক্ষ্য হবে তৃতীয় দিন সকালে লিড বাড়ানো। অন্যদিকে, অস্ট্রেলিয়া দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে নিজেদের জন্য সহজ লক্ষ্য রাখতে চাইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts