সর্বশেষ ভারত সিরিজের পর থেকে বাংলাদেশের হয়ে মাঠে নামেননি সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা থাকলেও তা হয়নি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা নিয়েও চলছে জল্পনা-কল্পনা।
সাকিব বর্তমানে ব্যস্ত রয়েছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। আবুধাবি টি-টেন ও লঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নিয়েছেন এই অলরাউন্ডার। তবে সাকিবের জাতীয় দলে না খেলা বাংলাদেশের ক্রিকেটের ব্যর্থতা বলে মনে করছেন ঘরোয়া ক্রিকেটের সফল কোচ খালেদ মাহমুদ সুজন।
বৃহস্পতিবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, “সাকিব না থাকা আমাদের জন্য ব্যর্থতা। সাকিব সারাজীবন ক্রিকেট খেলবে না, এটা সত্যি। তবে তার ক্যারিয়ারের শেষ দিকে রাজনীতি করলেও, তার আসল পরিচয় বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই।”
সুজন আরও বলেন, “সাকিবের ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে ৮ মাসের রাজনীতি মেলানো উচিত নয়। তিনি বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। তার অনুপস্থিতি বিপিএলের জন্যও হতাশাজনক। অনেক ক্রিকেটারই সাকিবের অভাব অনুভব করছে।”
সাকিবের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক এবং তার সহযোগিতার কথা স্মরণ করে সুজন বলেন, “সাকিব সবসময় সবার পাশে থাকত। তার না থাকাটা কষ্টের। হয়তো সবাই এটা প্রকাশ করতে পারে না, কিন্তু তার অভাব অনেকেই অনুভব করছে।”
সাকিবের মতো ক্রিকেটারকে জাতীয় দলে না পাওয়া ও তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সীমিত অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বড় ক্ষতি হিসেবে দেখছেন খালেদ মাহমুদ সুজন।