বড়দিনে অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে খেলবেন ট্রাভিস হেড। চোট কাটিয়ে ফিরছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।

মেলবোর্ন টেস্টে হেডের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। অনুশীলনে তাকে খুব বেশি সক্রিয় দেখা যায়নি। মঙ্গলবার মাত্র ২০ মিনিট ব্যাটিং প্র্যাকটিস করার পর ফিজিও নিক জোনসের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় তাকে। এমনকি ফিল্ডিং ড্রিলেও পুরোপুরি স্বচ্ছন্দ ছিলেন না। এতে তার ফিটনেস নিয়ে শঙ্কা আরও বেড়ে যায়।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অনুশীলন শেষে বলেছিলেন, “ট্রাভিস হেডের ফিটনেস নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আশা করছি, সে খেলবে। তার স্কিল নিয়ে কোনও সন্দেহ নেই, কিন্তু কতটা ঝুঁকি নেওয়া যাবে সেটাই বড় প্রশ্ন।”

এরপর একদিন না যেতেই প্রকাশিত হলো অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের একাদশ। সেখানে হেডের পাশাপাশি সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস। উসমান খাজার সঙ্গে ইনিংসের সূচনা করবেন তিনি।

চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন হেড। তিন টেস্টে ৮১.৮০ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৪০৯ রান, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। ভারতকে বিপক্ষে পেলে তার পারফরম্যান্স আরও উজ্জ্বল হয়ে ওঠে। ফলে মেলবোর্ন টেস্টে হেডের অন্তর্ভুক্তি ভারতের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়ার একাদশ:
উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts