সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার সৌম্য সরকারকে বছর শেষ করতে হলো হতাশায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়ে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই অভিজ্ঞ ওপেনারকে।
দ্বিতীয় ম্যাচের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সৌম্যর চোটের বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন:
“ফিল্ডিং করার সময় সৌম্যর ডান তর্জনীতে চোট লাগে, যার জন্য পাঁচটি সেলাই দিতে হয়েছে। ম্যাচের পরে করা এক্স-রে রিপোর্ট অনুযায়ী, তার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।”
কীভাবে চোট পেলেন সৌম্য?
সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারে স্লিপে ক্যাচ নিতে গিয়ে ডান তর্জনীতে চোট পান সৌম্য। তানজিম হাসান সাকিবের বলে রোভম্যান পাওয়েলের ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন তিনি। চোট পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মাঠ ছেড়ে ফিজিওর সঙ্গে হাসপাতালে যেতে হয়।
বছরের শেষ ম্যাচেও রানখরা
চোট পাওয়ার আগে ব্যাট হাতে সৌম্য কিছুই করতে পারেননি। ১৮ বলে মাত্র ১১ রান করে আউট হন তিনি। তবে সিরিজের প্রথম ম্যাচে তার ৪৩ রানের ইনিংস ছিল নজরকাড়া।
বিপিএল খেলাও অনিশ্চিত
চোটের কারণে সৌম্য তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। ফলে আসন্ন বিপিএলের শুরুর দিকের ম্যাচগুলোতে তার খেলা অনিশ্চিত। এবারের বিপিএলে সৌম্য খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। দলটি ৩০ ডিসেম্বর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে। গ্লোবাল সুপার লিগ জেতার পর রংপুর রাইডার্স এবারের আসরেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলবে।