আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৮ ক্রিকেটার ও একজন ক্লাব কর্মকর্তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে তাদের প্রত্যেককে কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলাভঙ্গের কোনো ঘটনাই সহ্য করা হবে না। ক্রিকেটার ও কর্মকর্তাদের জন্য এটি একটি বার্তা যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার ক্ষেত্রে বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।”
নিষিদ্ধ হওয়া ৮ ক্রিকেটার হলেন:
তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান এবং পারভেজ আহমেদ জয়।
স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন এবং মোহাম্মদ হৃদয়।
এছাড়া তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিনকেও একই শাস্তি দেওয়া হয়েছে।
জানা গেছে, গত সোমবার পিকেএসএফ ১ নম্বর মাঠে সুপার লিগের একটি ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার তদন্ত শেষে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি শৃঙ্খলাভঙ্গের দায়ে এই শাস্তি প্রদান করে।
বোর্ডের এই সিদ্ধান্ত ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলা বজায় রাখতে একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।