মাঠের প্রতিপক্ষ নয়, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সবচেয়ে বড় প্রতিপক্ষ যেন চোট সমস্যা। পেরুর বিপক্ষে ম্যাচের আগে স্কালোনির দলে অন্তত ছয়জন খেলোয়াড় রয়েছেন ইনজুরির কবলে। জের্মান পেৎজেল্লার ইনজুরি দিয়ে শুরু হলেও একে একে চোট পেয়েছেন আরও অনেকে। সর্বশেষ ইনজুরিতে পড়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো।
চোটের ধাক্কা সামাল দিতে পেরু ম্যাচের আগে শেষ অনুশীলনে স্কালোনি দল নিয়ে ঘন ঘন পরিবর্তন করেছেন। লা বোম্বোনেরা স্টেডিয়ামে প্র্যাকটিস সেশনের ভিত্তিতে ম্যাচের স্কোয়াড নিয়ে একটা ধারণাও পাওয়া গেছে। যদিও স্কালোনি আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে অন্তত দুটি পরিবর্তন নিশ্চিত বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম।
নাহুয়েল মোলিনার জায়গায় দলে আসবেন গঞ্জালো মন্তিয়েল। আর ডিফেন্সে ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গায় দেখা যাবে নিকোলাস বালের্দিকে। নিকোলাস তালিয়াফিকোর খেলা নিয়েও কিছুটা সংশয় ছিল, তবে কাঁধের চোট থেকে তিনি প্রায় সেরে উঠেছেন। শুরুর একাদশে তার থাকার সম্ভাবনাই বেশি। যদি কোনো কারণে তিনি না খেলেন, তবে ফাকুন্দো মেদিনা তার জায়গায় থাকবেন।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস বালের্দি, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা বর্তমানে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে কলম্বিয়া। ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল।
এই ম্যাচ দিয়েই ২০২৪ সাল শেষ করবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পর বছরটি জয় দিয়ে শেষ করতে চায় স্কালোনির দল। একইসঙ্গে, চলতি বছর দেশের হয়ে কিছুটা ফর্মহীন থাকা লিওনেল মেসি এই শেষ ম্যাচে কেমন পারফর্ম করেন, তা দেখার অপেক্ষায় থাকবে পুরো ফুটবল বিশ্ব।