উরুগুয়ের বিপক্ষে বছরের শেষ ম্যাচের আগে একাদশ ঘোষণা করলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র

উরুগুয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে ২০২৪ সাল শেষ করতে যাচ্ছে ব্রাজিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজ দলের একাদশ প্রকাশ করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

২০২৪ সালটি ব্রাজিল ফুটবলের জন্য বিশেষ এক বছর। দরিভাল জুনিয়র এই বছরই দলের দায়িত্ব নিয়েছেন। তবে কোপা আমেরিকায় বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। ২০২২ বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবলে যে সংকট শুরু হয়েছে, তা পুরো বছর জুড়েই চলমান ছিল।

অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে টানা দুই জয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও, পরের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলের ড্রয়ে আবারও ব্যর্থতার ছায়ায় ফিরে যায় ব্রাজিল। তবে উরুগুয়ের বিপক্ষে জিতে বছরের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় সেলেসাওরা।

দরিভাল জুনিয়র বছরের শেষ ম্যাচে দলে সামান্য পরিবর্তন এনেছেন। গোলরক্ষকের জায়গায় এডারসনকে ধরে রেখেছেন তিনি। রক্ষণে মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস, দানিলো ও অ্যাবনার। দানিলো শুধু একাদশেই ফিরছেন না, তিনি অধিনায়কের দায়িত্বও পালন করবেন। ভ্যান্ডারসনের নিষেধাজ্ঞার কারণে এই সুযোগ পেয়েছেন তিনি।

মিডফিল্ডে থাকছেন ব্রুনো গিমারায়েস, গেরসন ও রাফিনিয়া। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে থাকছেন ইগর হেসুস ও সাভিনহো। আগের ম্যাচের তুলনায় কেবল দানিলোকেই যুক্ত করেছেন কোচ।

ব্রাজিল বর্তমানে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। শীর্ষে আর্জেন্টিনার পয়েন্ট ২২। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ে ও তৃতীয়স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট সমান (১৯), তবে গোল ব্যবধানে উরুগুয়ে এগিয়ে।

ব্রাজিলের একাদশ:
এডারসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস, অ্যাবনার; ব্রুনো গিমারায়েস, গেরসন, রাফিনিয়া; ভিনিসিয়ুস জুনিয়র, ইগর হেসুস ও সাভিনহো।

উল্লেখ্য, উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক স্মৃতিও সুখকর নয়। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে সেবার টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল সেলেসাওরা। এবার সেই স্মৃতি মুছে নতুন শুরুর লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts