বাংলাদেশের প্রধান বক্সার সুর কৃষ্ণ চাকমা ইউটিউবার থেকে পুরস্কারপ্রাপ্ত বক্সার হয়ে ওঠা জেক পলকে চ্যালেঞ্জ ছুড়েছেন। শনিবার (স্থানীয় সময়) আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ৫৮ বছর বয়সী কিংবদন্তি মাইক টাইসনকে একপেশে লড়াইয়ে হারিয়েছেন জেক পল।
হেভিওয়েট আইকন টাইসন আট রাউন্ডের ম্যাচে তেমন কোনো ঘুঁষি বসাতে পারেননি। জেক পল তিন বিচারকের স্কোরকার্ডেই বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন – ৮০-৭২, ৭৯-৭৩ এবং ৭৯-৭৩।
“জেক পল ২৭ বছর বয়সে ৫৮ বছর বয়সী কিংবদন্তি মাইক টাইসনকে হারিয়েছে! কতটা মজার! কোনো প্রকৃত বক্সারের সঙ্গে লড়াই করো। আমি তোমাকে হারাতে পারি, জেক পল,” রোববার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন সুর কৃষ্ণ।
সুর কৃষ্ণকে একজন প্রতিশ্রুতিশীল বক্সার হিসেবে গণ্য করা হয়। তিনি জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ এবং বাংলাদেশ গেমসের বিভিন্ন বিভাগে বহুবার সোনা জয় করেছেন। এছাড়া, তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অন্যান্য বহুক্রীড়া প্রতিযোগিতায়ও।
২৮ বছর বয়সী এই বক্সার পেশাদার বক্সিংয়ের মঞ্চে পা রাখার পর আলোচনায় আসেন এবং এখন পর্যন্ত লাইট ক্যাটাগরিতে আটটি লড়াইয়ে অপরাজিত রয়েছেন।