সৌরভ গাঙ্গুলি যদি রোহিত শর্মার জায়গায় থাকতেন, তবে এখনই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিতেন এবং মোহাম্মদ শামিকেও পাঠানোর ব্যবস্থা করতেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নেতৃত্ব ও বোলিং শক্তি বাড়াতে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ মনে করেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি।

রোহিত শর্মার দ্বিতীয় সন্তানের জন্মের কারণে প্রথম টেস্ট থেকে বিরত থাকার ঘোষণা এলেও বাস্তবতা বদলেছে। রোহিতের সন্তান জন্ম নিয়েছে ১৫ নভেম্বর, যা আগে ধারণা করা সময়ের চেয়ে কয়েক দিন আগে। তাই সৌরভ মনে করেন, এখন রোহিতের পারিবারিক কারণে দেশে থাকার প্রয়োজন নেই। তিনি বলেন,

“রোহিত খুব দ্রুতই অস্ট্রেলিয়ায় চলে যাবে বলে আশা করি। তার নেতৃত্ব দলের প্রয়োজন। পার্থ টেস্টে তার খেলা উচিত। যদি আমি তার জায়গায় থাকতাম, তবে দ্রুত রওনা দিতাম।”

এদিকে, প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ শামি। রঞ্জি ট্রফিতে মধ্য প্রদেশের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ১৯ ওভারে ৫৪ রানে চার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রানে তিন উইকেট নিয়ে দলকে ১১ রানের নাটকীয় জয় এনে দেন। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছেন।

শামির এই ফর্ম দেখে মুগ্ধ সৌরভ বলেন,

“আমি হলে শামিকে অস্ট্রেলিয়ায় পাঠাতাম। তার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলার দরকার নেই। পার্থ টেস্টে খেলতে না পারলেও তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর ব্যবস্থা করতাম। সে বোলিং চালিয়ে যাচ্ছে, তার ফ্লাইটে থাকা উচিত।”

বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হবে ২২ নভেম্বর পার্থে। রোহিত ও শামির দ্রুত যোগদান ভারতের সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts