পিএসজিতে থাকাকালীনই নেইমারের জন্য চোট ছিল নিয়মিত সঙ্গী, আর আল হিলালে যোগ দেওয়ার পরও সেই পরিস্থিতি বদলায়নি। এক বছর মাঠের বাইরে থাকার পর ফিরলেও, নেইমার আবার নতুন চোটে পড়েছেন। সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে নিয়ে তাই ক্লাব বদলের গুঞ্জন তুঙ্গে। তবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ক্লাবটির সভাপতি লেইলা পেরেইরা জানিয়ে দিয়েছেন, সুযোগ পেলেও চোটপ্রবণ নেইমারকে দলে নেবেন না।

২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি-তে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে পিএসজিতে তিনি যত ম্যাচ খেলেছেন, তার চেয়ে বেশি মিস করেছেন চোটের কারণে। ২০২৩ সালে ক্লাবটি ছাড়ার পর আল হিলালে যোগ দিয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলার পরই এএসএল ইনজুরিতে এক বছরের জন্য ছিটকে যান। সম্প্রতি মাঠে ফিরলেও, মাত্র দুই ম্যাচ খেলেই তিনি আবার চোটে পড়েছেন। এর ফলে ক্লাব ছাড়ার গুঞ্জন আবার জোরালো হয়েছে।

পালমেইরাসের সভাপতির সোজাসাপ্টা জবাব চমক সৃষ্টি করেছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,

“নেইমার পালমেইরাসে যোগ দেবেন না। এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব, যে অবিলম্বে খেলার জন্য প্রস্তুত এবং কোচ চাইলে আগামীকালই মাঠে নামতে পারবে।”

নেইমারের টানা ইনজুরি নিয়ে আল হিলালও চিন্তিত। ক্লাবের মেডিকেল টিমের মতে, মাঠে পুরোপুরি ফিট হয়ে ফিরতে আরও সময় লাগবে ব্রাজিলিয়ান তারকার। জানুয়ারিতে তার চুক্তি বাতিলের সম্ভাবনাও বিবেচনা করছে ক্লাবটি।

এদিকে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস তাকে ফিরিয়ে নিতে প্রকাশ্যে আগ্রহ প্রকাশ করেছে। তবে পালমেইরাসের সভাপতি সান্তোসকেও একপ্রকার কটাক্ষ করে বলেন,

“আমি এমন কোনো খেলোয়াড়কে দলে টানব না, যে খেলার উপযোগী নয়।”

বর্তমানে নেইমার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরের শেষ দিকে তিনি মাঠে ফিরতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts