ইন্টার মায়ামি যেন ক্রমশ বার্সেলোনার প্রাক্তন তারকাদের পুনর্মিলনের স্থান হয়ে উঠছে। প্রথমে লিওনেল মেসি, এরপর একে একে মায়ামির জার্সিতে যোগ দেন জর্দি আলবা, সার্জিও বুসকেটস, এবং লুইস সুয়ারেজ। এখন সেই তালিকায় যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের নাম নিয়ে। ক্লাবের কোচ জেরার্দো ‘টাটা’ মার্টিনোর সাম্প্রতিক মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
গুঞ্জনের কারণ হিসেবে বলা হচ্ছে, নেইমার সম্প্রতি মায়ামিতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। তাছাড়া, তার বর্তমান ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিও শেষের দিকে। সেই প্রেক্ষিতে নেইমার মায়ামিতে তার পুরোনো সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারেন বলে ধারণা করছেন অনেকে।
মার্টিনো নেইমারের সম্ভাব্য যোগদানের বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, “যদি কেউ এখানে বাড়ি কেনে, তার মানে কী তারা সবাই খেলতে আসছে? বার্সেলোনায় আমি যখন ছিলাম, নেইমারও ছিল। সেখানে উচ্চ মানসম্পন্ন খেলোয়াড়দের পেয়ে আমার জন্য সময়টা বিশেষ ছিল। এখন লিও (মেসি) সহ কয়েকজন মায়ামিতে এসেছে, তাই যেকোনো কিছুই সম্ভব।”
তবে মার্টিনো মনে করিয়ে দিয়েছেন মায়ামিতে নেইমারকে আনার আর্থিক চ্যালেঞ্জের বিষয়টি। আল হিলালে ১০০ মিলিয়ন ইউরো আয় করা নেইমারকে এমএলএসের আর্থিক নীতিমালায় এনে বেতন দেওয়াটা সহজ হবে না।
তিনি বলেন, “নেইমারকে আনার ক্ষেত্রে আমি নিশ্চিত নই এমএলএস বেতন নীতিমালায় নমনীয়তা দেখাবে কি না। মিডিয়াতে বলা সহজ, কিন্তু বাস্তবে অনেক কঠিন। এমএলএসের নীতিমালা বেশ কঠোর। ফোর্ট লডারডেলে বাড়ি কিনলেই কেউ মায়ামিতে খেলতে আসবে, এমন ধারণা করা ঠিক নয়।”