আসন্ন ২০২৫ আইপিএল নিলামের আগে চেন্নাই সুপার কিংস (সিএসকে) বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ, আইপিএলের পরবর্তী আসরে খেলতে হলে তাকে নিলামে নতুন করে দল পেতে হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চেন্নাই তাদের রিটেইন ও বাদ পড়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।
সিএসকে এবার রিটেইন করেছে রিতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনিকে। অন্যদিকে মোস্তাফিজুর রহমান ছাড়াও ডেভন কনওয়ে ও শার্দুল ঠাকুরকে ছেড়ে দিয়েছে। নিলামে সিএসকে-র হাতে থাকবে ৫৫ কোটি রুপি বাজেট।
উল্লেখ্য, পরবর্তী আসরের জন্য সর্বোচ্চ ৬ জন খেলোয়াড়কে ধরে রাখার নির্দেশনা দিয়েছিল বিসিসিআই, যার সময়সীমা ছিল ৩১ অক্টোবর।