আগামী ১৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে অস্ট্রেলিয়া-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। এর আগে দু’দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। অস্ট্রেলিয়া ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে দলে থাকা একটিও সম্ভাব্য টেস্ট সদস্যকে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি। এছাড়া, ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও দলটির অধিনায়কের নাম ঘোষণা করেনি, যা নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে।
১৩ সদস্যের এই দলে চোট কাটিয়ে ফিরেছেন তিন পেসার জেভিয়ার বার্টলেট, স্পেন্সার জনসন এবং ন্যাথান এলিস। টেস্ট দলের অংশ হিসেবে মিচেল মার্শ এবং সাম্প্রতিক টি-টোয়েন্টি অধিনায়ক ট্রাভিস হেড দুজনেই অনুপস্থিত থাকবেন। প্যাট কামিন্সও টেস্ট দলের অধিনায়ক হওয়ায়, টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়ক বেছে নিতে হবে নির্বাচকদের।
এই দায়িত্বে সম্ভাব্য নেতৃত্বের অভিজ্ঞতা থাকা গ্লেন ম্যাক্সওয়েল এগিয়ে থাকবেন। তার পাশাপাশি বিগ ব্যাশে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে অ্যাডাম জাম্পা, অ্যারন হার্ডি এবং ম্যাথু শর্টের, যারা অধিনায়ক পদে বিবেচনায় থাকবেন।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, ন্যাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।