লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার লক্ষ্যে মাঠে নামা রিয়াল মাদ্রিদকে সান্তিয়াগো বার্নাব্যুতেই ৪-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে বার্সা এই জয় দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চার ম্যাচের জয়রথ থামিয়ে দিয়েছে।
শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি, আর লামিনে ইয়ামাল ও রাফিনিয়া করেন বাকি দুটি গোল। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় রিয়াল, যার খেসারত তাদের দিতে হয় দ্বিতীয়ার্ধে।
ম্যাচের ৫৩ মিনিটে বার্সেলোনার প্রথম গোলটি আসে, যখন মাঝমাঠ থেকে কুবরাসির ডিফেন্সচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ দিক দিয়ে বল জালে পাঠান লেভানডফস্কি। তিন মিনিট পরই দ্বিতীয় গোল পায় বার্সা। ডি ইয়ংয়ের দীর্ঘ পাস থেকে ক্রস করেন বালদে, আর হেড দিয়ে বল জালে পাঠান পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি।
রিয়াল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ৬৪ মিনিটে ভিনিসিউসের বানিয়ে দেয়া বলে একা গোলরক্ষককে পেয়েও সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। ৬৬ মিনিটে এমবাপ্পে বল জালে পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয়।
৭৬ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোল করেন লামিনে ইয়ামাল। পেনার বাড়ানো বল থেকে রাফিনিয়া বল পাস দেন ইয়ামালকে, যিনি সহজেই বল জালে পাঠান। এরপর ম্যাচের ৮৪ মিনিটে চতুর্থ ও শেষ গোলটি করেন রাফিনিয়া। রিয়াল ডিফেন্ডার লুকাস ভাসকেসকে পেছনে ফেলে বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
প্রথমার্ধে এমবাপ্পে একটি গোল করলেও তা ভিএআরে অফসাইড চেকের পর বাতিল করা হয়। এই হারের ফলে রিয়ালের ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙল বার্সেলোনা। বর্তমানে ১১ ম্যাচে বার্সার সংগ্রহ ৩০ পয়েন্ট, যেখানে সমান ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ ২৪ পয়েন্ট।