বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রান তোলার পর, যা তাদের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন স্কোর, সেই ভারতই এখন টেস্ট জয়ের স্বপ্ন দেখছে। তবে সেই স্বপ্ন পূরণ করতে হলে তাদের করতে হবে এমন কিছু, যা টেস্ট ইতিহাসে আগে কখনো ঘটেনি!
ভারতের ৪৬ রানের জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে রাচিন রাবীন্দ্রের সেঞ্চুরির ওপর ভর করে তোলে ৪০২ রানের বিশাল ইনিংস। ফলে ভারত ৩৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে, আর সবাই তখন ধারণা করেছিল যে, ভারতের ইনিংস পরাজয়ই হয়তো চূড়ান্ত। তবে ম্যান ইন ব্লুর ব্যাটাররা লড়াইয়ে ফিরে আসেন। প্রথম পাঁচ ব্যাটারই রান পান, যশস্বী জয়সওয়াল সর্বনিম্ন ৩৫ রান করেন। রোহিত শর্মা করেন ৫২, বিরাট কোহলি ৭০ রান, আর সরফরাজ খান ক্যারিয়ারের প্রথম শতককে ১৫০ রানে নিয়ে থামেন।
সব মিলিয়ে, ভারত এখন টেস্ট জয়ের এক নতুন ইতিহাস তৈরি করতে পারে। টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে সর্বোচ্চ ২৯১ রানে পিছিয়ে থেকে জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। ১৯৯২ সালে কলম্বোর সিংহালিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়ে অস্ট্রেলিয়া, যেখানে তারা ১৬ রানে ম্যাচ জিতেছিল। এছাড়া, ২০০১ সালে ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত প্রথম ইনিংসে ২৭৪ রানে পিছিয়ে পড়েছিল, কিন্তু ভিভিএস লক্ষ্মণের ২৮১ ও রাহুল দ্রাবিড়ের ১৮০ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ভারত সেই ম্যাচ ১৭১ রানে জিতে নেয়।
তবে টেস্ট ইতিহাসে কোনো দল ৩০০ রানের বেশি পিছিয়ে থেকে ম্যাচ জেতেনি। বেঙ্গালুরুতে ভারত যদি এই অসম্ভবকে সম্ভব করতে পারে, তবে টেস্ট ক্রিকেটে লেখা হবে এক নতুন অধ্যায়।