বিক্ষোভের মুখে সাকিব আল হাসানকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সাকিবের বদলি হিসেবে হাসান মুরাদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাকিবের অনুপস্থিতি নিয়ে কোনো আক্ষেপ নেই বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের।

এক সংবাদ সম্মেলনে সিমন্স জানান, তিনি বাইরের বিষয় নিয়ে মাথা ঘামাতে চান না এবং তার মনোযোগ সম্পূর্ণভাবে খেলার দিকে। সাকিবের বিষয়টি তার নিয়ন্ত্রণের বাইরে বলেও উল্লেখ করেন ক্যারিবীয় এই কোচ। তাই তার সব মনোযোগ সোমবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচে।

সাকিবকে নিয়ে প্রশ্ন করা হলে সিমন্স বলেন, “বাইরে কী ঘটছে তা আমাদের নিয়ন্ত্রণে নেই, আমাদের দায়িত্ব হলো ক্রিকেটে মনোযোগ রাখা। আমার নিয়ন্ত্রণে যা আছে, সেটাই আমি নিয়ন্ত্রণ করি—তা হলো প্রস্তুতি। আমাদের লক্ষ্য এখন সোমবারের ম্যাচ।”

সম্প্রতি চান্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন সিমন্স। অল্প সময়ের ব্যবধানে একটি দলের দায়িত্ব নেওয়া যেকোনো কোচের জন্য চ্যালেঞ্জিং, বিশেষত বাংলাদেশে। তবে সিমন্স চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।

তিনি বলেন, “আন্তর্জাতিক কোচের দায়িত্ব সবসময়ই চ্যালেঞ্জিং। বাংলাদেশে কাজটা হয়তো আরও কঠিন। আমার কাজ হলো ছেলেদের খেলার জন্য প্রস্তুত করা এবং খেলা উপভোগ করতে সাহায্য করা। গত দুই দিন খুব ভালো গেছে।”

বাংলাদেশ দলের সামনে রয়েছে ব্যস্ত সূচি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি। সিমন্স জানান, বিপিএল চলাকালীন ক্রিকেটারদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

তিনি বলেন, “এই সিরিজের পর আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলব, এরপর ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারিতে, এর আগে বিপিএল আছে। জানুয়ারিতে কীভাবে প্রস্তুতি নেব, সেটা খেলোয়াড়দের নিয়ে বসে ঠিক করতে হবে। বিপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে কতটুকু সময় থাকে, তা দেখে সেই অনুযায়ী পরিকল্পনা করা হবে।”

ChatGPT can make mistakes. Check import

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts