আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অনেকটাই হঠাৎ করেই অবসর নিয়েছেন সাকিব আল হাসান। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে বিশ্বকাপের ম্যাচই ছিল দেশের হয়ে তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ, যা তিনি ঘোষণা দেন বেশ অপ্রত্যাশিতভাবে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ এবং ১০ ওভারের টুর্নামেন্টগুলোতে তার ব্যস্ততা ক্রমশ বাড়ছে। এবার লঙ্কান টি-টেন লিগে গল মারভেলস দলে সরাসরি সাইন করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
বুধবার (১৬ অক্টোবর) গল মারভেলস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সাকিবের সাইনিংয়ের বিষয়টি নিশ্চিত করেছে। ড্রাফটের আগেই প্লাটিনাম ক্যাটাগরি থেকে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে লঙ্কা টি-টেন লিগ, যা আয়োজন করবে টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্ট। টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেবে—গল মারভেলস ছাড়াও বাংলা টাইগার্স হাম্বানটোটা, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি বোল্টস, জাফনা টাইটান্স এবং ডাম্বুলা জাগুয়ার্স ব্রেভস। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম পর্বের পর হবে প্লে-অফ। প্রতিটি দলে থাকবে সাতজন আন্তর্জাতিক ক্রিকেটার এবং দশজন শ্রীলঙ্কার স্থানীয় ক্রিকেটার।
আবুধাবির টি-টেন লিগে সাকিব খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। মজার ব্যাপার হলো, লঙ্কা টি-টেন লিগে তিনি খেলার সময় বাংলা টাইগার্স হাম্বানটোটা দলটি একই মালিকানাধীন হওয়ায়, সেখানে সাকিব প্রতিপক্ষ হিসেবে থাকবেন তার নিজ দলের।
প্রসঙ্গত, ১২ ডিসেম্বর শুরু হয়ে লঙ্কা টি-টেন লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।