আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আর তাই টুর্নামেন্ট শুরুর আগে ১৪ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটারদের দলে ভিড়িয়ে নিজেদের পছন্দের দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিরা। এছাড়াও অনেক ফ্র্যাঞ্চাইজিরা তাদের দলে অনেক দেশি থেকে শুরু করে বিদেশি ক্রিকেটারদেরও ভিড়িয়েছেন।১৪ অক্টোবর রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে বিপিএলের এবার আসরের ড্রাফট।

এর আগে প্লেয়ার ড্রাফটের জন্য প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৮৮ দেশি ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিদের হাতে পৌঁছে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ড্রাফটের আগে অবশ্য পুরাতন ফ্র্যাঞ্চাইজিরা একজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার পাশাপাশি দুজনকে রিটেইন করার সুযোগ পাচ্ছেন। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি অবশ্য তিনজনকে সরাসরি চুক্তিতে দলে নেবে।

আগামি ১৪ অক্টোবর হতে যাওয়া ড্রাফটে ক্রিকেটারদের ৬ ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। যেখানে একজন ক্রিকেটার সর্বোচ্চ ৬০ লাখ এবং সর্বনিম্ন ১০ লাখ টাকা পারিশ্রমিক হিসেবে পাবেন। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৬০ লাখ, ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ এবং ‘এফ’ ক্যাটারগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা করে। যা আগের বিপিএল আসরগুলোর তুলনায় খানিকটা কম।

বিপিএলের গত আসরের হিসেব অনুযায়ী ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখ, ‘বি’ ৫০ লাখ, ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ লাখ, ‘এফ’ ১০ লাখ এবং ‘জি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৫ লাখ টাকা করে পেয়েছিলেন। ৬০ লাখ টাকা পারিশ্রমিকের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ১২ ক্রিকেটার।

যে তালিকায় সাকিব আল হাসানের সঙ্গে আছেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়। ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ২২ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ২৮ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জন এবং ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ জনের। বিপিএলের গত মৌসুমে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও মাশরাফি বিন মুর্তজাকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts