কিছুদিন আগেই ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগ মুহূর্তে অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় সাকিব আল হাসান। তখন থেকেই আলোচনা চলছিলো সাকিব কি পাবে সম্মান সূচক বিদায়। তার দেশে ফেরা, ঘরের মাঠে শেষ টেস্ট খেলা এবং নিরাপত্তা নিয়েও চলছে আলোচনা। গতকাল (৯ অক্টোবর) বুধবার রাতে এক স্ট্যাটাস দিয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনে নিজের অবস্থানও জানি‍য়েছেন। এবং ছাত্র আন্দোলনে নিজের নিরব থাকা নিয়েও দুঃখ প্রকাশ করেন সাকিব।

তবে সবকিছু ছাপিয়ে এরই মধ্যে সাকিবের জন্য মিলল নতুন এক সুখবর। আবুধাবী টি-টেন লিগে ফের বাংলা টাইগার্সে ডাক পেয়েছেন সাকিব। আসন্ন আসরের জন্য আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। যা এই মুহূর্তে সাকিবের জন্য অনেকটা স্বস্তির।

আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার সাকিবের সঙ্গে চুক্তির খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। এই লিগের সর্বশেষ আসরেও বাংলা টাইগার্সের সঙ্গে চুক্তি ছিল সাকিবের। তবে চোটের কারণে গত আসরে মাঠে নামা হতনি তার। আসর শুরুর আগেই আঙুলের চোটে ছিটকে যান এই অলরাউন্ডার। আসন্ন আসরে আবারও সাকিবের ওপর আস্থা রাখছে দলটি। তাই সাকিবের সাথে চুক্তি নবায়ন করলো তারা।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। তিনি জানান, তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছেন সবশেষ বিশ্বকাপে। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন এই অলরাউন্ডার। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব।

তবে বিসিবির সভাপতির কথায় অনেকটা আশার আলো পেয়েছেন সাকিব এবং চলতি মাসে ঘরের মাঠে নিজের শেষ টেস্ট সিরিজ খেলবেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন দেশ সেরা এই ক্রিকেটার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts