ক্লপ ফুটবল বিশ্বের এক অন্যতম সফল ফুটবলার ও কোচ যার অধীনে লিভারপুল পৌঁছে গিয়েছে এক অনন্য উচ্চতায়। জার্মান ফুটবলেও তার অবদান ভোলার মতো নয়।
গত জানুয়ারিতে দীর্ঘ নয় বছরের সম্পর্ক ছিন্ন করে লিভারপুলের কোচিং ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। এরপর এখনই তিনি নতুন করে আর কোচিংয়ে যুক্ত না হওয়ার কথাও জানিয়েছিলেন। তবে এরইমাঝে ফিরেছেন ফুটবলে, এবার নতুন ভূমিকায় দেখা যাবে জার্মান এই টেকটিশিয়ানকে। তিনি দায়িত্ব নিচ্ছেন রেড বুল প্রতিষ্ঠানের ‘গ্লোবাল হেড অব সকার’ পদে।
জার্মানির এই প্রতিষ্ঠানটির অধীনে আরবি লাইপজিগ, আরবি শালজবুর্গ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রেড বুলস–সহ বেশ কয়েকটি ক্লাব ও প্রতিষ্ঠান রয়েছে। যাদের সঙ্গে ফুটবল সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করবেন সাবেক এই লিভারপুল কোচ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ক্লপ দায়িত্ব নেবেন বলে আনুষ্ঠানিক বিবৃতিতে রেড বুল কর্তৃপক্ষ জানিয়েছে। এতে করে ক্লপের এক নতুন জগতে আবির্ভাব ঘটতে চলেছে।