গায়ানাতে গ্লোবাল সুপার লিগ আয়োজনের অনুমোদন দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ যেখানে খেলবে পাঁচটি দেশের লিগের পাঁচ দল। আগামী ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত গায়ানাতে চলবে এই টুর্নামেন্ট। যেখানে অন্যান্য দলের সাথে থাকছে বাংলাদেশর রংপুর রাইডারস। পাঁচ দেশের পাঁচটি দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। প্রাইজমানি হিসেবে থাকবে ১ মিলিয়ন মার্কিন ডলার।
ক্রিকেটে যেকয়েকটি টপ প্রিমিয়ার লীগ প্রায় সব গুলো থেকেই একটি করে দল অংশগ্রহণ করবে। পাঁচটি দেশের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ থেকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স অংশ নেবে টুর্নামেন্টে। ২০২৩ সালের সিপিএলে চ্যাম্পিয়ন হওয়া দল গায়ানা। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ থেকেও একটি করে দল সুযোগ পাচ্ছে খেলার। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের তিনবারের চ্যাম্পিয়ন দল হ্যাম্পশায়ারও যাচ্ছে এই গ্লোবাল সুপার লিগে।
তেমনি ভাবে বাংলাদেশ থেকে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সুযোগ ছিল খেলার। তবে তারা কিছুদিন আগে অল্প সময়ের মধ্যে দল গোছাতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসন্ন মৌসুমের বিপিএলেও খেলবে না। ফলে সেমিফাইনালিস্ট রংপর রাইডার্সের সামনে এসেছে সুযোগ।
গতকাল সোমবার (৭ অক্টোব) বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘(বিপিএলের) সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স তারা যাওয়ার সম্ভাবনা আছে, গায়ানার টুর্নামেন্টটাতে।’
আগামি ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে গায়ানার গ্লোবাল সুপার লিগ। পাঁচ দলের টুর্নামেন্টে গ্রুপ পর্বে সবাই খেলবে একে অপরের সাথে। শীর্ষ দুই দল যাবে ফাইনালে। কাছাকাছি সময়ে ক্যারিবিয়ানে থাকার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলেরও। ২২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সাথে টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশ জাতীয় দলের। এরপর ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজও আছে।