ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। সাদা পোশাকের পর এবার টি-টোয়েন্টিতে খেলতে নামছে বাংলাদেশ ও ভারত। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
এই ম্যাচে ভারতীয় দলে অনেক নতুন যুক্ত হয়েছে অনেক নতুন মুখ। যার মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের শিরোপাজয়ী পেসার হার্শিত রানা। এদিকে টস হারায় আগে ব্যাটিং করতে হবে বাংলাদেশকে। একাদশে তিন পেসারের সঙ্গে দুজন স্পিনার নিয়ে মাঠে নামছেন নাজমুল হোসেন শান্ত। স্পিনার হিসেবে রিশাদ হোসেনের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। এদিকে বছর দুয়েক পর বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন পারভেজ হোসেন ইমন।
এছাড়াও বাংলাদেশ দলে পেসার হিসেবে মুস্তাফিজুর রহমানের সঙ্গী তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ২০২২ সালের আগষ্টে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল বাঁহাতি ওপেনারের। এরপর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। নিজের ফেরার সিরিজে প্রথম ম্যাচেই একাদশে আছেন তিনটি টি-টোয়েন্টি খেলা ইমন।
বাংলাদেশ- পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
ভারত- অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং এবং মায়াঙ্ক যাদব।