ম্যাচের শুরুটা বাংলাদেশের হাতে থাকলেও পরের দিকে তা চলে যায় স্বাগতিক পাকিস্তানের হাতে শেষ দিকে
শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের জুটি পঞ্চাশ পেরোনোর পরপরই রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান যা সংগ্রহ করতে পাকিস্তানের মাত্র ৬ উইকেট হারাতে হয়। দলের পক্ষে জোড়া সেঞ্চুরি তুলে নেন সাউদ-রিজওয়ান।
খারাপ আবহাওয়া নিয়ে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হয় মাত্র ৪১ ওভার। প্রথম দিনের শেষ করে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলা পাকিস্তান দ্বিতীয় দিনেও ত্রাস ছড়িয়েছে বাংলাদেশের বোলারদের ওপর। দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে আরও ৯৮ রান স্কোরবোর্ডে যোগ করে পাকিস্তান দল।
ইনিংস শেষ করার আগে রিজওয়ান অপরাজিত থাকেন ১৭১ রানে। আর সাউদ করেন ১৪১ রান। অর্ধশতক তুলে নেন সাইম। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট তুলে নেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। ১টি করে উইকেট পান মেহেদি মিরাজ ও সাকিব আল হাসান।
পাকিস্তান প্রথম ইনিংস- ৪৪৮/৬ (১১৩ ওভার) (রিজওয়ান ১৭১, সাইম ৫৬, শাকিল ১৪১, সালমান ১৯, আফ্রিদি ২৯; শরিফুল ২/৭৭, হাসান ২/৭০)