২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর থেকে কেবল আইপিএলেই দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। তবে সারা বছর প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলেও ৪৩ বছর বয়সে তার ফিটনেস এখনো চমৎকার। সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং ধোনির এই ফিটনেসের প্রশংসা করেছেন।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক অনুষ্ঠানে হরভজন ধোনির প্রসঙ্গে কথা বলেন। তিনি জানান, কিছুদিন আগে এক বিয়ের অনুষ্ঠানে ধোনির সঙ্গে দেখা হয়েছিল তার। সেখানেই ধোনির ফিটনেস নিয়ে প্রশ্ন করেন তিনি।

ধোনির ফিটনেস রহস্য
হরভজন বলেন,
“কদিন আগে আমাদের এক বন্ধুর মেয়ের বিয়েতে ধোনির সঙ্গে দেখা হয়েছিল। তাকে খুব ফিট এবং শক্তিশালী দেখাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, এই বয়সেও তুমি এত ফিট কিভাবে থাকো? উত্তরে ধোনি বললো— ‘হ্যাঁ, এটা কঠিন। তবে এটাই একমাত্র কাজ যা করতে আমি ভালোবাসি। এতে আমি আনন্দ পাই এবং খেলাটা চালিয়ে যেতে চাই।’”

আইপিএলেই ধোনির মূল লক্ষ্য
বয়সকে যেন হার মানিয়েছেন ধোনি। শেষ কয়েক বছর ধরে তার অবসরের গুঞ্জন শোনা গেলেও এবারও চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে খেলবেন তিনি।

“অটো চয়েজ” নন, সামর্থ্য দেখিয়েই খেলছেন ধোনি
হরভজন আরও বলেন,
“ধোনি অন্য সবার চেয়ে আলাদা। তিনি দলে ‘অটো চয়েজ’ হিসেবে জায়গা পাননি, বরং নিজের সামর্থ্য দেখিয়েই দলে খেলছেন। তার প্রস্তুতির ধরন আলাদা, এবং সেটাই তাকে এতদিন ধরে ধরে রেখেছে।”

সারা বছর ক্রিকেট না খেললেও ধোনির ফিটনেস ও মানসিক দৃঢ়তা তাকে এখনো মাঠে রেখে দিয়েছে। এবারও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত ক্যাপ্টেন কুল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts