২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে বিসিবি। একই সঙ্গে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম আনুষ্ঠানিকভাবে লিটনের অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেন।

রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিন লিটনের অধিনায়কত্ব নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশ দলের অধিনায়ক মানে শুধু একজন খেলোয়াড় নয়, পুরো দেশের প্রতিনিধি। এটা সহজ কাজ নয়। তাকে সমর্থন দেওয়া আমাদের সবার দায়িত্ব।”

সালাউদ্দিন আরও বলেন, “অনেকে হয়তো লিটনকে পছন্দ করেন না, অধিনায়ক হিসেবে প্রশ্ন তোলেন। কিন্তু অধিনায়কত্ব মানে শুধু মাঠের কৌশল নয়, পুরো দলকে উদ্বুদ্ধ করা, সঠিক পরিকল্পনা করা—এসবের ভার তার কাঁধে। লিটনের মধ্যে নেতৃত্বের স্বাভাবিক গুণাবলি আছে এবং সে যথেষ্ট চেষ্টা করছে দলকে সামনে এগিয়ে নিতে।”

লিটনের টেকনিক্যাল দক্ষতা নিয়েও প্রশংসা করেন সালাউদ্দিন। তার ভাষায়, “সে খুব ভালো টেকনিশিয়ান, ফিল্ড প্লেসমেন্টে পারদর্শী এবং প্রতিপক্ষ বিশ্লেষণে দারুণ। টি-টোয়েন্টিতে কীভাবে বোলিং আক্রমণ সাজাতে হয়, কার ওপর ভরসা রাখা যায়—এসব বিষয়ে লিটনের ভালো ধারণা রয়েছে।”

তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকায় তিনি লিটনের দুর্বলতাও স্বীকার করেছেন। বলেন, “সে কিছুদিন ভালো রান পাচ্ছে না, এটা তার দুর্বলতা। কিন্তু আমি বিশ্বাস করি, সে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে।”

সালাউদ্দিন মনে করেন, নেতৃত্ব কেবল প্রশিক্ষণে তৈরি হয় না—এটি একটি সহজাত গুণ। লিটনের ওপর যে দায়িত্ব বর্তেছে, তা পালনে তাকে পূর্ণ স্বাধীনতা ও সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts