চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার আধিপত্যে কাটল, যেখানে বাংলাদেশের বোলাররা ব্যর্থ হলেও কিছুটা সফল ছিলেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে কিছুটা সাফল্য পেলেও প্রোটিয়া ব্যাটারদের দাপটে বাংলাদেশকে দিন শেষে অসহায় দেখিয়েছে।
সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মঙ্গলবার (২৯ অক্টোবর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ও ট্রিস্তান স্টাবসের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে তারা ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩০৭ রান। ডি জর্জি অপরাজিত ছিলেন ১৪১ রানে। বাংলাদেশ পক্ষে একমাত্র সফল বোলার তাইজুল, যিনি নিয়েছেন দুটো উইকেট।
আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের খেলা শেষ হয় এবং মোট খেলা হয়েছে ৮১ ওভার। প্রথম সেশনে দলীয় ৬৯ রানে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে ক্যাচে পরিণত করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল। তবে এরপর ডি জর্জি ও স্টাবসের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রোটিয়াদের স্কোর দ্রুত বাড়তে থাকে।
লাঞ্চ থেকে চা বিরতির মধ্যবর্তী সময়ে এই দুজনের ব্যাটে দক্ষিণ আফ্রিকা তুলে নেয় ২০০ রানের বিশাল জুটি। যদিও শুরুতেই ডি জর্জির ক্যাচ মিস করায় তা বাংলাদেশকে ব্যয়বহুল প্রমাণিত হয়। সুযোগ পেয়ে ডি জর্জি তার দলকে শক্ত অবস্থানে নিয়ে যান, আর স্টাবস প্রথম সেঞ্চুরি তুলে বিদায় নেন ১০৬ রানে। তাইজুলের বলে কাট করতে গিয়ে বোল্ড হয়ে শেষ হয় তার ইনিংস।
স্টাবস আউট হলেও ডি জর্জিকে সঙ্গ দিতে ক্রিজে আছেন ডেভিড বেডিংহ্যাম, যিনি ২৫ বলে করেছেন ১৮ রান। দ্বিতীয় দিনের শুরুতে তাদের দ্রুত ফিরিয়ে দিতে না পারলে চট্টগ্রাম টেস্টে ফিরতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে শান্ত বাহিনী, তাই ঘুরে দাঁড়াতে এ টেস্টে ভালো কিছু করা তাদের জন্য অপরিহার্য।