বাংলাদেশের সুপার এইটে ওঠার জন্য নেপালের বিপক্ষে জয়ের বিকল্প নেই। নেপালের বিপক্ষে নিজেদের ব্যাটিং হতাশা সবটাই যেন দেখিয়ে দিলো বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ ম্যাচেই কি না আসরের সবচেয়ে লজ্জাজনক ব্যাটিং করল বাংলাদেশ। ৮৮ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। তাসকিন আহমেদের ১২ রানের কল্যাণে ১০০ রান পার করে বাংলাদেশ।

নেপালের বিপক্ষে বাংলাদেশের আজ শেষ ম্যাচ। নির্ধারিত ২০ ওভারও খেলা হয়নি বাংলাদেশের। ১৯.৩ ওভারে টাইগারদের স্কোর ১০৬ রান। ওপেনার তানজিদ হাসান তামিম প্রথম বলেই সাজ ঘরে ফিরেছেন সোমপাল কামিরের বলে।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে এইবারও ব্যর্থ। ব্যাট হাতে শান্তর বাজে ফর্ম চলল এই ম্যাচেও। ৫ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

পাওয়ারপ্লে শেষের ঠিক আগে ফিরে যান তাওহীদ হৃদয়। তবু মাহমুদউল্লাহ রিয়াদ দুই চার মেরে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলে বড় বিপদে পড়ে বাংলাদেশ।

জাকের আলী ফিনিশার হিসেবে দলে জায়গা পেলেও হতাশ করেছেন আরেকবার। ২৬ বলে ১২ রান তার। যদিও সেটা দলের স্কোর ১০০ পর্যন্ত বড় ভূমিকাই রেখেছে। মাঝে ইনিংসের সর্বোচ্চ রান করা সাকিব ফেরেন ১৭ রানে।

রিশাদের ১ ছক্কা ও ১ চারে গড়া ১৩ রানের ইনিংস এবং তাসকিনের ১২ রান বাংলাদেশকে নিয়ে যায় ১০৬ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts