মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২০২ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে কাইল ভেরেইনার সেঞ্চুরির ওপর ভর করে প্রোটিয়ারা শক্ত অবস্থানে পৌঁছায়। দিনের শেষ ভাগে ব্যাট করতে নেমে জোড়া ধাক্কা খেলেও মাহমুদুল হাসান জয়ের দৃঢ়তায় ১০১ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। দলীয় ৪ রানে ওপেনার সাদমান ইসলাম কাগিসো রাবাদার বলে শর্টলেগে ক্যাচ দিয়ে ফেরেন। এরপরই মুমিনুল হকও রানের খাতা না খুলেই স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন। দ্রুত দুই উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয় মিলে দলকে কিছুটা স্থিতিশীল করেন। তবে ৫০ রানের জুটি গড়ে শান্ত ২৩ রানে কেশভ মহারাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।
তৃতীয় উইকেটের পতনের পরও জয়কে সঙ্গ দেন মুশফিকুর রহিম। তিনি ২৬ বলে ৩১ রান করে দ্রুত গতিতে রান তুললেও দিনের শেষে জয় অপরাজিত থাকেন ৮০ বলে ৩৮ রান নিয়ে। বাংলাদেশ দিন শেষ করে ১০১ রানে, ৩ উইকেট হারিয়ে।
এর আগে সকালে ব্যাট করতে নেমে উইয়ান মুল্ডার ও কাইল ভেরেইনার দৃঢ় ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী অবস্থানে চলে যায়। ভেরেইনার দারুণ সেঞ্চুরি ও মুল্ডারের হাফ সেঞ্চুরির ওপর ভর করে প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৩০৮ রানে গুটিয়ে যায়। ভেরেইনার ১১৪ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি মুল্ডার করেন ৫৪ রান। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৫ উইকেট শিকার করেন।
দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ২০২ রানের লিড নিয়ে খুশি হলেও বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দৃঢ়তার ইঙ্গিত দিয়েছে।