প্রোটিয়াদের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ব্যাটার তিলক ভার্মা আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটেও অবিশ্বাস্য কীর্তি গড়েছেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
মেঘালয়ের বিপক্ষে হায়দরাবাদের হয়ে তিলক খেলেছেন ৬৭ বলে বিস্ফোরক ১৫১ রানের ইনিংস, যেখানে ছিল ১০টি চার এবং ১২টি ছক্কা। তার এই পারফরম্যান্স তাকে প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচে সেঞ্চুরির গৌরব এনে দিয়েছে।
এছাড়াও, এক ম্যাচে দেড়শ রানের বেশি করার রেকর্ড গড়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছেন তিলক। এর আগে শ্রেয়াস আইয়ারের ১৪৭ রানের ইনিংস ছিল এই তালিকায় সেরা।
হায়দরাবাদ তিলকের অসাধারণ ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৪৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে মেঘালয় পুরো দল গুটিয়ে যায় মাত্র ৬৯ রানে। এতে হায়দরাবাদ ১৭৯ রানের বড় জয় পায়।
তিলক ভার্মার এই রেকর্ড বিশ্ব ক্রিকেটে তাকে আরও পরিচিতি এনে দিচ্ছে, আর তার ধারাবাহিকতা ভারতীয় ক্রিকেটের জন্য আশার আলো হয়ে উঠেছে।