গত পরশু রাত থেকেই বাংলাদেশ ফুটবলে চলছে হামজা চৌধুরী উন্মাদনা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে আসায় ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত। তবে হামজার আলোয় ঢাকা পড়ে গেছে সৌদি আরব থেকে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল হকের ফিরে যাওয়ার খবর।
ফাহমিদুল ইতালিতে ফিরে গেলেন
আজ সকালে সৌদি আরবের তায়েফ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঢাকায় পৌঁছেছে। তবে তাদের সঙ্গে ফিরেননি ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল হক।
৯ মার্চ ইতালি থেকে তায়েফ ক্যাম্পে যোগ দেন ফাহমিদুল। একটি অনুশীলন ম্যাচও খেলেছিলেন। কিন্তু ঢাকায় না ফিরে সরাসরি ইতালিতে ফিরে গেছেন তিনি। বর্তমানে তিনি ওলবিয়া ক্যালসিও ক্লাবের ফুটবলার।
কোচের সিদ্ধান্তেই ফিরে গেছেন ফাহমিদুল
জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, কোচের সঙ্গে আলোচনা করেই ফাহমিদুল ইতালি ফিরে গেছেন।
তিনি বলেন, ‘জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সবকিছু বিচার-বিবেচনা করেই ফাইনাল স্কোয়াড ঠিক করবেন।’
২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করা চ্যালেঞ্জিং
২০ মার্চ সকালে বাংলাদেশ দল ভারতের শিলংয়ের উদ্দেশে দেশ ছাড়বে। তবে ফাহমিদুল ফিরে যাওয়ায় প্রাথমিক স্কোয়াড ৩০ থেকে নেমে এখন ২৯ জনে দাঁড়িয়েছে।
এদিকে ইনজুরিতে পড়েছেন পাপন সিং ও সুশান্ত ত্রিপুরা, তাদের বাদ পড়া নিশ্চিত। এছাড়া দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মন ও তারিক কাজীও ফুল ফিট নন। ফলে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড বাছাই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।