পুনে টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন মিচেল স্যান্টনার। আগের দিন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর সাত উইকেট নিয়ে দলকে এগিয়ে রেখেছিলেন, তবে দ্বিতীয় দিনেই স্যান্টনারের দুর্দান্ত বোলিং ভারতের সেই স্বস্তি কেড়ে নেয়। নিউজিল্যান্ডকে ২৫৯ রানে অলআউট করার পর ভারত নিজেরাও ১৫৬ রানে গুটিয়ে যায়। টম লাথামের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৩০১ রানের বড় লিড নেয় কিউইরা।

স্যান্টনারের জন্য এই দিনটি ছিল স্মরণীয়। ইনিংসে সাত উইকেট নিয়ে নিজের ক্যারিয়ার সেরা পারফরম্যান্স দেখান তিনি। ৪৭ ইনিংসে এর আগে স্যান্টনারের সেরা বোলিং ছিল ৩৪ রানে তিন উইকেট। এবার ভারতীয় ব্যাটিং লাইনআপে ধ্বংসযজ্ঞ চালিয়ে ৫৩ রানে ৭ উইকেট শিকার করেন তিনি।

সকালে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুতেই ধাক্কা দেন স্যান্টনার। ৭২ বলে ৩০ রান করা শুভমান গিলকে এলবিডব্লিউ করে ফেরান তিনি। এরপর দ্রুতই কোহলিকে ফুল টসে বোল্ড করেন স্যান্টনার। এরপর গ্লেন ফিলিপস অফ স্পিনে দলীয় ৮৩ রানে আউট করেন ইয়াশভি জায়সওয়াল ও ঋষভ পান্তকে।

পরে স্যান্টনার একে একে সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার পূর্ণ করেন। শেষের দিকে ওয়াশিংটন সুন্দর ২১ বলে অপরাজিত ১৮ রান করলেও ভারত অলআউট হয় ১৫৬ রানে।

১০৩ রানে লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড আক্রমণাত্মক শুরু করলেও দশম ওভারে ওয়াশিংটনের বলে কনওয়ে এলবিডব্লিউ হন। এরপর ৮৯ রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় কিউইরা। ওয়াশিংটনের শিকার হন ইয়াং এবং মিচেল, আর অশ্বিন ফিরিয়ে দেন রাচিন রবীন্দ্রকে। তবে অধিনায়ক টম লাথামের হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ১৯৮ রান করে। তৃতীয় দিনের খেলা শুরু করবেন ব্লান্ডেল (৩০) এবং ফিলিপস (৯)। ভারতের হয়ে ওয়াশিংটন ৫৬ রানে চার উইকেট নিয়েছেন, তবে নিউজিল্যান্ডের লিড এখন অনেক বড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts