ফ্রান্সের হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জিতেছেন এনগোলে কান্তে। তবে ইনজুরির কারণে কাতার বিশ্বকাপসহ প্রায় দুই বছর ফ্রান্সের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি ফরাসি এই মিডফিল্ডার। ক্লাব ক্যারিয়ারে গত বছর ইউরোপিয়ান ফুটবল ছেড়ে পাড়ি জমান সৌদি আরবে। জাতীয় দলে আবার ফেরাটাও ছিল অনিশ্চিত। তবে তাকে নিয়েই এবার ইউরোর ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ফ্রান্স।
আসছে জুনে জার্মানিতে বসবে ইউরো চ্যাম্পিয়নশিপের আসর। আসরের অন্যতম ফেবারিট ফ্রান্সের দলে কান্তে ছাড়াও ফেরানো হয়েছে রিয়াল মাদ্রিদে খেলা লেফট ব্যাক ফেরল্যান্ড মেন্ডি। তিনিও ফ্রান্সের হয়ে দুই বছর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
গতকাল (বৃহস্পতিবার) ঘোষিত দিদিয়ের দেশমের দলের বাকি সদস্যরা প্রায় অনুমিতই। কিলিয়ান এমবাপে, অ্যান্তোনিও গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, কোলো মুয়ানিদের নিয়ে শক্তিশালী দলই গড়েছে সর্বশেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা।