টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ইউএসের বিপক্ষে ১২৯ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৯ ওভার হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ১২৯ রানের টার্গেট মাত্র ১১ ওভারেই হেসে খেলেই জিতে নেয় ক্যারিবীয়রা।

আজ (২২ জুন) সকাল ৬:৩০ মিনিটে বার্বাডোজের ব্রিজটাউনের কেনিংসটন ওভালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত বোলিংয়ে ১৯.৫ ওভারে মাত্র ১২৮ রানেই অলআউট হয় যুক্তরাষ্ট্র। জবাবে ব্যাটিংয়ে নেমে শাই হোপের করা ৩৯ বলে ৮২ রানে ভর করে ১০.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এতো কম রানের লক্ষ্য তাড়া করতে নেমে শাই হোপ ছাড়াও জনসন চার্লসও করেন ১৫ রান। ক্যারোবীয়ান হয়ে উইনিং শটটি খেলেন উইকেটকিপার ব্যাটার নিকোলাস পুরান। নিকোলাস পুরান এক চার ও ৩ ছক্কায় খেলেন ১২ বলে ২৭ রানের ইনিংস। সৌরভ নেত্রাভালাকারকে ছয় হাঁকিয়ে জয় নিশ্চিত করেন পুরান। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে একটি মাত্র উইকেট পান হারমিত সিং।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের কাছে টস হেরে ব্যাট করতে নেমে ক্যারোবীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েও ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। দলীয় মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারায় তারা স্টিভেন টেইলর আন্দ্রে রাসেলের বলে রস্টন চেইজকে সহজ ক্যাচ দিলে। যুক্তরাষ্ট্র ৪৮ রানের একটি পার্টনারশীপ পায়, সেখান থেকে হওয়া আন্দ্রিস গৌস ও নিতিশ কুমারের ৪৮ রানের জুটি থামে গুদাকেশ মোতির ব্রেক থ্রুতে, নিতিশ কুমার ফেরেন দলীয় ৫১ রানে।

পরে মাত্র ১৪ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারায় ইউএসএ। আলজারি জোসেফের বলে ১৬ বলে ২৯ রান করা আন্দ্রিস গৌস আউট হন দলীয় ৬০ রানে। অ্যারন জোন্সও এই ম্যাচে ব্যর্থ হন। মাত্র ১১ রান করেই বোল্ড হন রস্টন চেইজের বলে। জোন্সের বিদায়ে ৬৪ রানেই ৪ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। পরে ২৪ রানের ব্যবধানে আরও দুই উইকেট তুলে নেয় চেইজ। পরপর দুই বলে আউট করেন কৌরি এন্ডারসন ও হারমিত সিংকে। ৮৮ রানে পতন হয় ষষ্ঠ উইকেটের।

যুক্তরাষ্ট্রের হয়ে কেউই পারেননি বড় কোনো জুটি করে দলের সংগ্রহ বাড়াতে কিংবা চাপের মুখে দলকে বড় কোনো সংগ্রহ এনে দিতে । দলীয় স্কোর ৪০ রান যোগ হতেই বাকি ৪ উইকেট হারিয়ে বসে তারা। যেখানে একটি আলজারি জোসেফ, আর আন্দ্রে রাসেল নেয় দুটি উইকেট আর একটি হয় রানআউট।

উইন্ডিজের হয়ে চেইজ ও রাসেল নেন সমান ৩টি করে উইকেট। আলজারি জোসেফ ২টি আর গুদাকেশ মোতি নেন ১টি উইকেট। মাত্র ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রস্টন চেইজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts