নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে আগেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ ‘এ’ দল। তাই শেষ ম্যাচটি ছিল মূলত দলীয় সাইড বেঞ্চের শক্তি পরখ করার উপলক্ষ। তবে এই পরীক্ষা-নিরীক্ষায় সফল হয়নি সোহানের দল, তৃতীয় ম্যাচে ৬ উইকেটে হেরে যায় তারা।

শনিবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে করা হয় ৬টি পরিবর্তন। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ৪৭.৪ ওভারে ২২৬ রানে। জবাবে নিউজিল্যান্ড ‘এ’ দল ৪৮.২ ওভারে ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দারুণ শুরু করে কিউইরা। উদ্বোধনী জুটিতে আসে ৭৭ রান। পরে ডিন ফক্সক্রফটের অপরাজিত ৩৬ রানের শান্ত ইনিংসের উপর ভর করে সহজেই জয় নিশ্চিত করে সফরকারীরা, ফলে সিরিজের হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয় তারা।

এর আগে, ব্যাট করতে নেমে শুরুর ধাক্কা সামলাতে পারেনি বাংলাদেশ। ১৬ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার—মোহাম্মদ নাঈম ৪ রানে ও এনামুল হক বিজয় মাত্র ২ রানে বিদায় নেন। এরপর ইয়াসির আলি রাব্বি ৬৩ রান করে কিছুটা হাল ধরলেও মিডল অর্ডারে ব্যর্থ হন আফিফ হোসেন, সোহান ও মোসাদ্দেক হোসেন। একপর্যায়ে ১৮০ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।

তবে শেষ দিকে নাসুম আহমেদের সাহসী ব্যাটিং কিছুটা লড়াইয়ের ভিত গড়ে দেয়। তিনি ৯৭ বলে ৬৭ রানের ইনিংস খেলে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts