এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে টাইগাররা ১৩০ রানের লক্ষ্য দেয় স্বাগতিকদের। জবাবে ১০২ রানে গুটিয়ে যায় ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ, আর এতে সহজ জয় পায় সফরকারীরা।

ক্যারিবীয়দের বিপর্যয়
১৩০ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দুই ওভারে ১৯ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তাসকিন আহমেদের এক ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়। তিনি ব্রেন্ডন কিং ও আন্দ্রে ফ্লেচারকে একই ওভারে সাজঘরে পাঠান। এরপর জনসন চার্লস বিদায় নিলে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ একেবারে ভেঙে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একসময় মাত্র ৪২ রানে ৬ উইকেট হারায় তারা।

সপ্তম উইকেটে রোস্টন চেজ ও আকিল হোসেন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। দুজন মিলে কিছুটা আশা জাগালেও রিশাদ হোসেন এক ওভারেই চেজ ও মোতিকে ফিরিয়ে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে চূড়ান্ত ধস নামান। ৩৪ বলে ৩২ রান করা চেজ ছিলেন স্বাগতিকদের সর্বোচ্চ স্কোরার। শেষ পর্যন্ত ১০২ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট, আর তানজিম সাকিব, শেখ মেহেদী ও রিশাদ হোসেন প্রত্যেকে শিকার করেন ২টি করে উইকেট।

বাংলাদেশের লড়াইয়ের পুঁজি শামিমের ঝোড়ো ইনিংসে
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩.৩ ওভারে ২ উইকেটে ১১ রান করে ফেলে সফরকারীরা। অধিনায়ক লিটন দাস (১০ বলে ৩) এবং তানজিদ হাসান তামিম (৪ বলে ২) দ্রুত ফিরে যান। এরপর সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ ২৮ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে সৌম্য (১৮ বলে ১১) রান আউটে এবং মিরাজ (২৫ বলে ২৬) আলজারি জোসেফের বলে আউট হলে আবারও চাপে পড়ে দল।

দলীয় ৮৮ রানে ৭ উইকেট হারানোর পর শামিম হোসেন পাটোয়ারি হাল ধরেন। ১৭ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি দলকে লড়াই করার মতো পুঁজিতে নিয়ে যান। শামিমের সঙ্গে তানজিম সাকিব (৯*) ২৩ বলে ৪১ রানের অপরাজিত জুটি গড়ে বাংলাদেশের স্কোর দাঁড় করান ১২৯/৮।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১২৯/৮ (২০ ওভার)

শামিম ৩৫* (১৭), মিরাজ ২৬ (২৫), সৌম্য ১১ (১৮)
জোসেফ ১/১৯, আকিল ১/১৭
ওয়েস্ট ইন্ডিজ: ১০২/১০ (১৭ ওভার)

চেজ ৩২ (৩৪), আকিল ১৫ (১২)
তাসকিন ৩/১৭, রিশাদ ২/২১, তানজিম ২/২০
ফলাফল: বাংলাদেশ ২৭ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts