টি-টোয়েন্টি সিরিজে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ব্যর্থ পাকিস্তান। সিরিজে টিকে থাকতে হলে আগামীকাল (বুধবার) দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই বাবর আজমদের সামনে। তবে ম্যাচের আগে উভয় দলই ইনজুরির ধাক্কায় পড়েছে। এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পাকিস্তান ও নিউজিল্যান্ডের একজন করে ক্রিকেটার।
পাকিস্তানের দলে ইনজুরি সংকট
দ্বিতীয় ওয়ানডের আগে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পাকিস্তানের ওপেনার ও উইকেটরক্ষক উসমান খান। এমআরআই স্ক্যানে তার পায়ে ‘লোয়ার গ্রেড টিয়ার’ ধরা পড়েছে, যা তাকে হ্যামিল্টনে হতে যাওয়া ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।
প্রথম ওয়ানডেতেই ওয়ানডে অভিষেক হয়েছিল উসমানের। ওপেনিংয়ে নেমে ৩৩ বলে ৩৯ রান করেছিলেন তিনি এবং আব্দুল্লাহ শফিকের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েছিলেন। তবে তার দুর্দান্ত শুরুর পরও পাকিস্তান ৩৪৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় এবং ৭৩ রানে হেরে যায়।
উসমানের পরিবর্তে দ্বিতীয় ওয়ানডেতে ইমাম-উল-হকের খেলার সম্ভাবনা রয়েছে। ফখর জামানের ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ডাক পাওয়া ইমাম এবার প্রথম একাদশে ফিরতে পারেন। তবে ইমাম না খেললে বাবর আজম ওপেনিংয়ে নামতে পারেন। সেই ক্ষেত্রে খুশদিল শাহ বা ফাহিম আশরাফের মতো একজন অলরাউন্ডার দলে ঢুকতে পারেন।
নিউজিল্যান্ডও হারাল গুরুত্বপূর্ণ ব্যাটার
পাকিস্তানের মতো নিউজিল্যান্ডও ইনজুরির ধাক্কা খেয়েছে। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করা মিডল অর্ডার ব্যাটার মার্ক চাপম্যান চোটের কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (NZC) জানিয়েছে, প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় চাপম্যান ইনজুরিতে পড়েন এবং তার চোটটি ‘গ্রেড-ওয়ান টিয়ার’। পুনর্বাসনের জন্য তাকে অকল্যান্ডে পাঠানো হয়েছে।
তবে কিউই কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, চোটটি গুরুতর নয় এবং তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
চাপম্যানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের একাদশে ফিরতে পারেন টিম সেইফার্ট। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে সেইফার্ট দুর্দান্ত ফর্মে ছিলেন। পাকিস্তানকে ৪-১ ব্যবধানে হারানোর পথে তিনি ৬২ গড়ে ২৪৯ রান করেছিলেন। তাই ওয়ানডেতে সুযোগ পেলে তাকেও বিপজ্জনক মনে করতে হবে পাকিস্তানকে।