সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নির্ধারিত কোনো ফাইনাল না থাকলেও আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায়।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচে শতভাগ জয় নিয়ে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে—তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। সমান ম্যাচে নেপালের পয়েন্ট ১২। ফলে আজকের ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য। তবে নেপাল জয়ী হলে উভয় দলের পয়েন্ট দাঁড়াবে ১৫, আর তখন শিরোপা নির্ধারণ হবে কিছু জটিল হিসাব-নিকাশে।

সে ক্ষেত্রে প্রথমে দেখা হবে দুই দলের হেড টু হেড ফলাফল। সেটিও সমান হলে বিচার করা হবে গোল ব্যবধান। এরপর প্রয়োজন হলে বিবেচনায় আসবে টুর্নামেন্টে দলের সামগ্রিক পারফরম্যান্স।

এবারের আসরে বাইলজ নিয়েও কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী, হেড টু হেড এবং গোল ব্যবধানে সমতা থাকলে একটি অনুচ্ছেদে টাইব্রেকার শব্দটি ব্যবহার করা হয়েছে সেমিকোলন দিয়ে। কেউ কেউ এটিকে পেনাল্টি শ্যুটআউট হিসেবে ব্যাখ্যা করলেও সাফ সচিবালয়ের ভাষ্যে এটি সমতা ভাঙার সাধারণ নিয়ম বোঝাতে ব্যবহৃত হয়েছে।

টুর্নামেন্টের অতীত ইতিহাসও আলোচনায় এসেছে। গত আসরে টাইব্রেকারেও সমতা থাকায় ম্যাচ কমিশনার টসের মাধ্যমে ভারতকে জয়ী ঘোষণা করেন। পরে বাংলাদেশের আপত্তিতে শিরোপা ভাগাভাগি করা হয়, যদিও ভারত সে সিদ্ধান্ত মেনে নেয়নি।

এদিকে, বৃষ্টির কারণে এবারের আগের ছয়টি ম্যাচ হয়েছে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে। তবে আবহাওয়া ও মাঠের উন্নতি হওয়ায় আজকের গুরুত্বপূর্ণ ম্যাচটি ফিরছে মূল ভেন্যুতে।

বাংলাদেশ শিবিরে স্বস্তির খবর হচ্ছে, নিষেধাজ্ঞা শেষে দলে ফিরছেন দলের অন্যতম সেরা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। তিন ম্যাচ নিষেধাজ্ঞার পর মাঠে ফিরতে যাওয়া সাগরিকা গত আসরের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় ছিলেন। কোচ বাটলার আজ পূর্ণ শক্তির একাদশ নামানোর ইঙ্গিত দিয়েছেন।

সব মিলিয়ে আজকের ম্যাচে উত্তেজনার পারদ চড়ছে তুঙ্গে। ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ, জয় চাই নেপালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts