ক্রিকেট ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বড় এক ধাক্কা খেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার বোলিং অ্যাকশন নিয়ে ওঠা অভিযোগের পর পরীক্ষা দিয়ে প্রমাণিত হয়েছে, তার অ্যাকশন ‘অবৈধ’। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে। এ নিষেধাজ্ঞা তার আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বাংলাদেশের হয়ে খেলায় প্রভাব ফেলবে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রভাব
আইসিসির নিয়ম অনুযায়ী, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপরও প্রভাব ফেলবে। আইসিসির ‘রেগুলেশন্স ফর দ্য রিভিউ অব বোলার্স রিপোর্টেড উইথ সাসপেক্ট ইলিগ্যাল বোলিং অ্যাকশনস’ অনুযায়ী, সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না।

তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তার বোলিংয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিসিবির অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস। তিনি বলেন, “আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি নিষেধাজ্ঞার মধ্যে থাকে, তাহলে তিনি নিজের দেশের ঘরোয়া লিগে বোলিং করতে পারবেন। এ ক্ষেত্রে সাকিবের ঘরোয়া লিগে অংশগ্রহণে বাধা নেই।”

আইসিসির নিয়ম কী বলছে?
আইসিসির নীতিমালার ১১.৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো খেলোয়াড়কে ঘরোয়া ক্রিকেটে নির্দিষ্ট শর্তে বোলিং চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার জন্য প্রয়োজন নির্দিষ্ট পরীক্ষাগারে নতুন করে অ্যাকশন পরীক্ষা।

১১.৩ অনুচ্ছেদ আরও কঠোর বিধি আরোপ করে। এতে বলা হয়েছে, “যদি কোনো বোলার স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষায় ব্যর্থ হন, তাহলে সেই নিষেধাজ্ঞা আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটেও কার্যকর করবে।”

পরীক্ষায় ব্যর্থতার কারণ
লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সাকিবের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানোর প্রমাণ মেলে। নিয়ম অনুযায়ী, তাকে নিরপেক্ষ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হবে যে তার বোলিং অ্যাকশন এখন বৈধ। তবেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন।

বিপিএল ও ঘরোয়া ক্রিকেট নিয়ে শঙ্কা
সাকিবের ঘরোয়া ক্রিকেটে খেলা আপাতত নির্ভর করছে অন্য একটি বিষয়ের ওপর। দেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে নিয়ে জনরোষ তৈরি হয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষ টেস্ট খেলতে দেশে ফেরার ইচ্ছা থাকলেও সমালোচনার মুখে তা সম্ভব হয়নি। বিপিএল খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

সামনের পথচলা
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আন্তর্জাতিক বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে তার ঘরোয়া লিগে অংশগ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ভর করছে বিসিবি ও আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts