দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখেই সাজানো হয়েছে এই স্কোয়াড। সাকিবের ইচ্ছা অনুযায়ী দেশের মাটিতে তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আমেরিকায় থাকা সাকিব আগামীকাল (বৃহস্পতিবার) দেশে ফিরছেন এবং ঢাকায় নেমেই দলের সঙ্গে যোগ দেবেন।
সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের এই দুই টেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।