টেস্ট ও ওয়ানডে সিরিজে হারার পর টি-টোয়েন্টি সিরিজেও শুরুর ম্যাচে হতাশ করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে আজ (রোববার) দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে।
ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। ব্যাটিং ব্যর্থতা থেকেই হারের মূল কারণ খুঁজছে টিম ম্যানেজমেন্ট, তাই আজ একাদশে কিছু পরিবর্তন দেখা যেতে পারে।
বিশেষ করে ওপেনার লিটন দাস নিয়ে চলছে বেশ আলোচনা। সাম্প্রতিক সময়ের মতো আগের ম্যাচেও (১১ বলে ৬ রান) হতাশ করেছেন তিনি। ওয়ানডে সিরিজেও পারফর্ম করতে না পারায় হারান জায়গা। তারপরও তার কাঁধেই রয়েছে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। কোচ ফিল সিমন্স এখনো তার ওপর আস্থা রাখছেন, যদিও পারফরম্যান্সের চাপ রয়েছে তার ওপর।
পরিসংখ্যানের দিক থেকে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে একেবারে পিছিয়ে নেই বাংলাদেশ। দুই দল এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে—বাংলাদেশ জিতেছে ৬টি ম্যাচে, আর শ্রীলঙ্কা ১২টিতে। তবে শ্রীলঙ্কার মাটিতে ছয় ম্যাচে দুই দলই জিতেছে তিনটি করে।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে কিছু পরিবর্তন। ব্যাটিং শক্তি বাড়াতে একাদশে ফিরতে পারেন জাকের আলি অনিক, যিনি প্রথম ম্যাচে খেলেননি। বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে—তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ঢুকতে পারেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফ্রে ভ্যান্ডারসে, মহেশ থিকশানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।
আজকের ম্যাচে জয় তুলে নিতে না পারলে বাংলাদেশকে হোয়াইটওয়াশের মুখে পড়তে হতে পারে। তাই দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা।