ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। মাত্র ১৩.৫ ওভারে ৪২ রানে গুটিয়ে গেছে তাদের প্রথম ইনিংস। এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার নতুন রেকর্ড।
টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ইনিংসের পতন
দক্ষিণ আফ্রিকা এই প্রথম কোনো দলকে এত কম রানে অলআউট করল। বলের দিক থেকে এটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অলআউট।
লঙ্কান ব্যাটারদের ব্যর্থতা
শ্রীলঙ্কার ইনিংসে মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের স্কোরে পৌঁছাতে পেরেছেন। কামিন্দু মেন্ডিস করেন ১৩ রান, আর লাহিরু কুমারা অপরাজিত থাকেন ১০ রানে।
জানসেনের বিধ্বংসী বোলিং
প্রোটিয়া পেসার মার্কো জানসেন ছিলেন লঙ্কানদের ইনিংস ধসের মূল কারিগর। ৬.৫ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন তিনি। এছাড়া জেরাল্ড কোয়েতজি ২টি এবং কাগিসো রাবাদা নেন ১টি উইকেট।
প্রোটিয়াদের প্রথম ইনিংস
এর আগে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়। টেম্বা বাভুমা করেন সর্বোচ্চ ৭০ রান। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে কুমারা এবং আভিষ্কা ফার্নান্দো নেন ৩টি করে উইকেট। বিশ্ব ফার্নান্দো ও প্রবাথ জয়াসুরিয়া নেন ২টি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসের শুরুতে প্রোটিয়ারা এগিয়ে
এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ২৪ রান করেছে। বড় লিড নেওয়ার পথে রয়েছে স্বাগতিকরা।
ডারবান টেস্টে শ্রীলঙ্কার এ ব্যাটিং বিপর্যয় ক্রিকেটপ্রেমীদের জন্য বড় বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।