ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় মুখ শুভমান গিলকে নিয়ে প্রেমের গুঞ্জন নতুন নয়। কখনও শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার, তো কখনও বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে তার নাম জড়িয়েছে বহুবার। যদিও কখনওই এই বিষয়ে মুখ খোলেননি গিল। কিন্তু এবার আইপিএলের মাঝেই নিজের সম্পর্ক নিয়ে স্পষ্ট বক্তব্য দিলেন ভারতীয় এই ওপেনার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল জানান, গত তিন বছরের বেশি সময় ধরে তিনি একেবারেই সিঙ্গেল। তার কথায়, “আমাকে নিয়ে অনেক গুজব শুনেছি। অনেকের সঙ্গেই আমার নাম জড়ানো হয়েছে, এমন এমন মানুষের সঙ্গেও, যাদের সঙ্গে আমার কখনও দেখা পর্যন্ত হয়নি। সব শুনে শুধু হাসিই পায়।”
গিল বলেন, “সারা বছর ক্রিকেট নিয়ে এত ব্যস্ত থাকি যে কারও সঙ্গে সম্পর্কে থাকার মতো সময়ই আমার নেই। বছরে প্রায় ৩০০ দিন বাড়ির বাইরে থাকতে হয়। ফলে ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময়ই পাই না।”
এই বক্তব্যের মাধ্যমে কার্যত সব জল্পনায় ইতি টানলেন শুভমান গিল। স্পষ্ট করে জানিয়ে দিলেন, বলুন সেটা সারা টেন্ডুলকার হোক বা সারা আলি খান – এখন কোনও সারার সঙ্গেই প্রেম করছেন না তিনি।
তাহলে প্রেম নয়, আপাতত গিলের জীবনের একমাত্র ফোকাস ক্রিকেট!
তুমি কী মনে করো, এবার তাহলে গুজব বন্ধ হবে?