ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে লিভারপুলের রাজত্ব অব্যাহত রয়েছে। শিরোপার লড়াই জমলেও তাদের শীর্ষস্থান থেকে সরাতে পারেনি অন্য প্রতিদ্বন্দ্বীরা। শনিবার সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে গেছে অলরেডরা। অন্যদিকে, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি, যা তাদের শিরোপার পথ কঠিন করে তুলেছে।
অ্যানফিল্ডে লিভারপুলের দাপট
অ্যানফিল্ডে শুরুতে ধাক্কা খেলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে গোলরক্ষক এলিসন বেকার ও ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের ভুলে গোল খেয়ে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। সাউদাম্পটনের হয়ে গোল করেন উইলিয়াম স্মলবোন।
বিরতির পর ৫১তম মিনিটে দারউইন নুনিয়েজ গোল করে সমতায় ফেরান দলকে। এরপর তিন মিনিট পর নুনিয়েজের সৃষ্ট ফাউলের কারণে পেনাল্টি পায় লিভারপুল, যেখানে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন মোহামেদ সালাহ। ৮৮ মিনিটে আরও একটি পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন সালাহ, যা লিভারপুলের জয় নিশ্চিত করে।
টেবিলে লিভারপুলের অবস্থান
এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট। যদিও আর্সেনালের চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছে লিভারপুল।
ফরেস্টের মাঠে ম্যান সিটির হতাশা
নটিংহ্যাম ফরেস্টের মাঠে ম্যাচজুড়ে আধিপত্য করেও গোলের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। ৭০ শতাংশ বল দখলে রেখেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। উল্টো ৮৩তম মিনিটে ফরেস্টের হয়ে কলাম হাডসন-ওডোই গোল করে সিটিকে স্তব্ধ করে দেন।
১৪টি শট নিয়েও মাত্র ৩টি লক্ষ্যে রাখতে পেরেছিল সিটি। অন্যদিকে, নটিংহ্যাম ফরেস্ট ৯টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে এবং সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয়।
টেবিলে ম্যান সিটির অবনতি
এই হারের ফলে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে ম্যান সিটি। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে নটিংহ্যাম ফরেস্ট।
শিরোপার দৌড়ে লিভারপুলই ফেভারিট
এই মুহূর্তে লিগ টেবিলে লিভারপুলের অবস্থান শক্তিশালী। ম্যানচেস্টার সিটির হারের ফলে আর্সেনাল ছাড়া আর কেউই তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারছে না। এখন দেখার বিষয়, অলরেডরা এই ধারা ধরে রেখে শিরোপা নিশ্চিত করতে পারে কি না! 🔥