ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার পেয়েছেন আজীবন সম্মাননা। শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে সিকে নাইডু সম্মাননায় ভূষিত করা হয়।

টেন্ডুলকার হলেন ৩১তম ক্রিকেটার, যিনি এই সম্মাননা পেলেন। দীর্ঘ ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি খেলেছেন ২০০টি টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে, যা এখনো বিশ্ব রেকর্ড।

ওয়ানডেতে তার সংগ্রহ ১৮,৪২৬ রান, আর টেস্টে করেছেন ১৫,৯২১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটারও তিনি।

বিশেষ পুরস্কার পেলেন অশ্বিন ও বুমরাহ
গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন বিশেষ পুরস্কার।

এদিকে, অভিষেক টেস্ট ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি করা সরফরাজ খান পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার।

২০২৩-২৪ মৌসুমের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ‘পলি উমরিগড়’ পুরস্কার জিতেছেন পেসার যশপ্রীত বুমরাহ। মেয়েদের ক্রিকেটে একই পুরস্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts