মৌসুমের শুরু থেকে মোহামেদ সালাহ বারবার জানিয়েছেন, লিভারপুলেই থেকে যেতে চান তিনি। তবে ক্লাবের তরফে দীর্ঘদিন এ বিষয়ে সাড়া না মেলায় জোর গুঞ্জন উঠেছিল—মৌসুম শেষে সৌদি আরবে পাড়ি জমাতে পারেন এই মিশরীয় তারকা। তবে মৌসুম শেষের দিকে এসে পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

ইএসপিএনসহ একাধিক ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, লিভারপুলের সঙ্গে নতুন চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন সালাহ। শুধু সালাহ নয়, একই সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ক্লাব অধিনায়ক ভার্জিল ফন ডাইক এবং ঘরের ছেলে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের। তিনজনের নতুন চুক্তি নিয়ে চলছিল দীর্ঘ আলোচনা, যা এখন ধীরে ধীরে গতি পাচ্ছে।

ফন ডাইক সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, তার নতুন চুক্তির আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। তবে ট্রেন্টের বিষয়টি এখনও অনিশ্চিত। ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারকে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন আরও জোরালো হচ্ছে।

এদিকে সালাহ নতুন কোচের অধীনে নিজেকে ভালোভাবে মানিয়ে নিয়েছেন, এবং দারুণ ফর্মে আছেন। চলতি মৌসুমে ৪৫ ম্যাচে ৩২ গোল এবং ২২ অ্যাসিস্টসহ সরাসরি ৫৪ গোলে অবদান রেখেছেন তিনি। মাঠে পারফরম্যান্সে যেমন ভরসা দিচ্ছেন, তেমনি ক্লাবেও থাকার ব্যাপারে বেশ আন্তরিক তিনি।

তবে নতুন চুক্তির মেয়াদ কতদিনের হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সালাহ এবং ফন ডাইক দুজনেই ৩০-এর কোঠা পেরিয়েছেন, ফলে বয়স বিবেচনায় স্বল্প মেয়াদে নতুন চুক্তির প্রস্তাব আসতে পারে বলেই ধারণা করছেন অনেকে।

সব মিলিয়ে লিভারপুল সমর্থকদের জন্য আশার খবর—মিশরীয় কিংবদন্তিকে হয়তো আরও কিছু সময় অল রেড জার্সিতে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts