নিউইয়র্ক টাইমসের জনপ্রিয় ক্রীড়া বিভাগ ‘দ্য অ্যাথলেটিক’ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বর্ষসেরা একাদশ প্রকাশ করে বেশ চমকই দিয়েছে ফুটবল বিশ্বকে। মৌসুম এখনও শেষ হয়নি, তবুও তারা আগেভাগেই ঘোষণা করেছে তাদের পছন্দের সেরা একাদশ, যেখানে জায়গা পাননি এই মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা কিছু বড় তারকা।

সবচেয়ে বড় চমক অবশ্যই স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল এবং ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপেকে বাদ দেওয়া। দুইজনই ব্যক্তিগতভাবে অসাধারণ মৌসুম কাটাচ্ছেন। বিশেষ করে এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে ২৯টি গোল করে রয়েছেন সর্বোচ্চ গোলদাতার দৌড়ে। তবুও অ্যাথলেটিকের চূড়ান্ত দলে তাদের জায়গা হয়নি।

তাদের জায়গায় আক্রমণভাগে জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান রাফিনিয়া, ফরাসি তারকা ওসমান ডেম্বেলে এবং মিশরের মোহাম্মদ সালাহ। রাফিনিয়াকে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করেছে অ্যাথলেটিক, আর সালাহকে দেয়া হয়েছে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের সম্মান। ডেম্বেলেকে রাখা হয়েছে সেন্টার ফরোয়ার্ড হিসেবে, যদিও তিনি সাধারণত রাইট উইঙ্গার পজিশনে খেলেন।

মাঝমাঠে তিনজন জায়গা পেয়েছেন—আর্সেনালের ডেক্লান রাইস, পিএসজির ভিতিনহা এবং বার্সেলোনার পেদ্রি। এই তিনজনই ছিলেন নিজেদের ক্লাবের নির্ভরযোগ্য স্তম্ভ।

রক্ষণভাগেও বেশ শক্তিশালী দল গড়েছে অ্যাথলেটিক। দুই ফুলব্যাক হিসেবে আছেন পিএসজির নুনো মেন্ডেস এবং আশরাফ হাকিমি। সেন্টারব্যাকে রয়েছেন লিভারপুলের অভিজ্ঞ ভার্জিল ভ্যান ডাইক এবং ইন্টার মিলানের বাস্তোনি। আর গোলপোস্ট সামলানোর দায়িত্বে আছেন রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া।

দ্য অ্যাথলেটিকের বর্ষসেরা একাদশ (২০২৪-২৫ মৌসুম)
গোলরক্ষক: থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ)

রক্ষণভাগ: নুনো মেন্ডেস (পিএসজি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), আশরাফ হাকিমি (পিএসজি)

মধ্যমাঠ: ডেক্লান রাইস (আর্সেনাল), ভিতিনহা (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা)

আক্রমণভাগ: রাফিনিয়া (বার্সেলোনা), ওসমান ডেম্বেলে (পিএসজি), মোহাম্মদ সালাহ (লিভারপুল)

এই একাদশ নিয়ে ভক্তদের মাঝে যেমন প্রশংসা হচ্ছে, তেমনি চলছে বিতর্কও। বিশেষ করে ইয়ামাল ও এমবাপের অনুপস্থিতি অনেকের কাছেই অবাক করার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts