ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’ শুভমান গিল এবং শচীনকন্যা সারা টেন্ডুলকারকে ঘিরে প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। যদিও তারা কখনও প্রকাশ্যে একসঙ্গে ধরা দেননি, তবে নানা সময় বিভিন্ন সূত্র ও মুহূর্ত ঘিরে এই সম্পর্কের খবর উঠে আসে শিরোনামে। এবার সেই গুঞ্জন ফের মাথাচাড়া দিল লন্ডনে এক বিশেষ অনুষ্ঠানে।

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে। একই সময় সারা টেন্ডুলকারও পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন। সদ্য যুবরাজ সিংয়ের সংস্থা ‘YouWeCan Foundation’-এর পক্ষ থেকে আয়োজিত এক গালা ডিনারে হাজির ছিলেন দুই তারকা—সারা ও শুভমান। সেই অনুষ্ঠানেই তাদের এক ফ্রেমে ধরা পড়া মুহূর্তে ফের চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

লন্ডনের সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় দলের একাধিক ক্রিকেটার, পাশাপাশি ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও তার পরিবার। অতিথিদের তালিকায় ছিলেন বিরাট কোহলি, কেভিন পিটারসেন, ক্রিস গেইল, রবি শাস্ত্রী প্রমুখ।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, চেয়ারে বসে আছেন সারা, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন শুভমান গিল। হঠাৎই হেসে তাকান সারার দিকে। আরেকটি ভিডিওতে দেখা যায়, সারা বসে আছেন শুভমানের পিছনে এবং তাকিয়ে আছেন তার দিকেই।

তবে সবচেয়ে বেশি চর্চিত ভিডিওটি হচ্ছে, যেখানে শুভমানকে তার সতীর্থদের সঙ্গে বসে থাকতে দেখা যায়—রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল এবং ওয়াশিংটন সুন্দর তার পাশে। তখনই স্টেজে ডাক পড়ে শচীন টেন্ডুলকারের। আলো পড়ে তার ও তার পরিবারের ওপর, যেখানে দেখা যায় সারাকেও। সেই মুহূর্তে শুভমান তাকাতেই পাশে বসা সতীর্থরা হাসিতে ফেটে পড়েন। তারা ভারত অধিনায়কের দিকে তাকিয়ে কিছু বলেনও, যদিও তা স্পষ্ট হয়নি।

এই সমস্ত ভিডিও এবং ছবিই ফের উস্কে দিয়েছে শুভমান-সারার সম্পর্কের গুঞ্জন। যদিও এ বিষয়ে কেউই কখনও প্রকাশ্যে কিছু বলেননি। শুভমান একবার জানিয়েছিলেন, তিনি এখন কোনও সম্পর্কে নেই এবং তার পুরো মনোযোগ ক্রিকেটেই রয়েছে। তবুও, একের পর এক ‘হিন্ট’ সামনে আসতেই নতুন করে চর্চায় এই সম্ভাব্য জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts